শুক্রবার, ৩০ জুন, ২০১৭, ০৩:৪৪:৩৩

মীরকে জবাব দিল পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল

মীরকে জবাব দিল পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল

আন্তর্জাতিক ডেস্ক: ঈদের দিন নামাজের পর বাবার সঙ্গে তোলা সেলফি ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন তারকা ব্যক্তি মীর। ইসলামিক আইন মেনে মীর আফসার আলিকে জবাব দিল পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল।

ঈদের দিন বাবার সঙ্গে তোলা সেলফি ফেসবুকে পোস্ট করে মীর ছবির ক্যাপশন লিখেছিলেন, “আমার আব্বা… আমার আল্লাহ…” এই নিয়েই শুরু হয় বিতর্ক। মহান আল্লাহর সঙ্গে কোনও মানুষের তুলনা করা চলে না। এই যুক্তিতে মীরের ফেসবুকে পেজের কমেন্ট বক্সে তাঁকে আক্রমণ করতে থাকেন ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিরা। অনেক ক্ষেত্রে শালীনতার সীমা ছাড়িয়ে যাওয়ায় তৈরি হয়েছিল নয়া বিতর্ক। মীরের পাশে দাঁড়িয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন।

মীরের সেই পোস্ট ঘিরে বিতর্কের রেশ এখনও টাটকা। এরই মাঝে সেই বিতর্ক নিয়ে মুখ খুলল পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল। তাঁদের মতে, “মহান নবীকেও আল্লাহর কাছাকাছি ভাবাও ইসলাম ধর্ম মান্যতা দেয় না। তুলনা করা অনেক বড় পাপ। সেখানে বাবা-মা সামান্য।” একইসঙ্গে তাঁরা এও জানিয়ে দিয়েছেন যে, “সমগ্র বিশ্বের সকল মুসলিমের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। মীর বা পীর কেউই ইসলামিক আইনের ঊর্ধ্বে নয়।”
৩০ জুন ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে