আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের উখরুল জেলায় বোমা বিস্ফোরণে নিহত হলেন আসাম রাইফেলসের এক সেনা। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে ২৭ নম্বর আসাম রাইফেলসের সিকিউরিটি চেকপোস্টের কাছে রামভা এলাকার সংসক পুলিস স্টেশনের সামনে।
ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের রাখা আইইডি থেকে এই বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে উখরুল জেলায়। এদিন সকালে বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে উঠেছিল। সাধারণ মানুষজন ভয়ে বাড়ি থেকে বেশ কিছুক্ষণ বের হয়নি।
গোটা এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা কর্মীরা। সেখানে এখন সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ঘটনা দ্বিতীয়বার ঘটল একই জেলায়। গত ১৫ জুনে আসাম রাইফেলসের এক সেনা আইইডি বিস্ফোরণে নিহত হয়েছিলেন। আর তিনজন গুরুতর জখম হয়েছিলেন। ফলে এক মাসে পরপর দুটি বিস্ফোরণে সেনাদের মৃত্যু গোটা মণিপুরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস