আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সদস্যদের ভোটাভুটিতে হেরে আউট হলেন প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক যোগাযোগমন্ত্রী ম্যালকম টার্নবুল।
দেশটির লিবারেল পার্টির নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন টার্নবুল। ২৯তম প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন।
মঙ্গলবার সকালে শপথ গ্রহণ করে ম্যালকম বলেন, একজন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী হিসেবে সময়টা আমার জন্য খুব চ্যালেঞ্জিং।
ম্যালকম টার্নবুল শপথ নেয়ার পর সাংবাদিকদের বলেন, দেশের সুন্দর ভবিষ্যৎ নিয়ে আমি অনেক আশাবাদী। দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব, যেন আগামীতে দেশ আরো সমৃদ্ধশালী হয়ে ওঠে।
সোমবার সন্ধ্যায় দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির সদস্যদের ভোটাভুটি হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে হারিয়ে দলের নেতা নির্বাচিত হন টার্নবুল।
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম