শুক্রবার, ৩০ জুন, ২০১৭, ১০:৩৬:৩৮

মোদির সবুজ সংকেট : অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বেণুগোপাল

মোদির সবুজ সংকেট : অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বেণুগোপাল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কে কে বেণুগোপাল। রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ইতিমধ্যেই তার নিয়োগে সিলমোহর দিয়েছেন। নরেন্দ্র মোদিরও সবুজ সংকেট রয়েছে তার পক্ষে।

দু'এক দিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে কে কে বেণুগোপালের নাম পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে সরকারি ভাবে ঘোষণা করা হবে।

মুকুল রোহতগি আগেই জানিয়েছিলেন, তিনি আর অ্যাটর্নি জেনারেল পদে থাকতে আগ্রহী নন। তিন বছরের মেয়াদ শেষ হলেই তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চান বলে রোহতগি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছিলেন।

তখনই পরবর্তী অ্যাটর্নি জেনারেলের খোঁজ শুরু হয়ে যায়। ৮৬ বছরের কে কে বেণুগোপালকে ওই পদে আনা হতে পারে বলে গত কয়েক দিন ধরে জল্পনা ছিল। শুক্রবার জানা গেল, রাষ্ট্রপতি পরবর্তী অ্যাটর্নি জেনারেল পদে বেণুগোপালের নিয়োগে সিলমোহর দিয়েছেন।

১৯৬০ সাল থেকে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন কে কে বেণুগোপাল। মোরারজি দেশাই সরকারের আমলে তিনি দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবেও কাজ করেছেন। টুজি স্পেকট্রাম মামলায় তিনি সুপ্রিম কোর্টের পরামর্শদাতা ছিলেন।

এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে