বরের পদবী নিতে নারাজ যে দেশের মেয়েরা
আন্তর্জাতিক ডেস্ক : অন্য কারোর নামের আড়ালে নয় নিজের স্বতন্ত্র পরিচয়ে বাঁচতে চান ভারতীয় মেয়েরা। বিয়ের পর স্বামীর পদবী নয়, নিজের আগের পদবীই বজায় রাখার প্রবণতা বাড়ছে মেয়েদের। এমনটাই ইঙ্গিত দিচ্ছে একটি ওয়েব সমীক্ষার ফলাফল।
সম্প্রতী ২৫ থেকে ৩৪ বছর বয়সী ১২ হাজার ৫০০ অবিবাহিত মহিলাকে নিয়ে সমীক্ষা চালিয়েছে একটি জনপ্রিয় ম্যাট্রিমোনিয়াল সাইট। সমীক্ষায় কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
‘বিয়ের জন্য হ্যাঁ বলার আগে আপনার কি কোনো শর্ত আছে এমন প্রশ্নের জবাবে ৭১.৩% মহিলাই ‘হ্যাঁ’ বলেছেন। ২২.৯% মহিলা জানিয়েছেন, ভাবতে হবে। মাত্র ৫.৮% মহিলা জানিয়েছেন, বিয়েতে তাদের কোনো শর্ত নেই।
সমীক্ষা অনুযায়ী, বেশির ভাগই বিয়ের পর পদবী পরিবর্তনে উত্সাহী নন। চাচ্ছেন বজায় থাকুক তাদের আর্থিক স্বাধীনতা। চাচ্ছেন বিয়ের পর বাড়ির কাজেও সমানভাবে হাত লাগাক স্বামীরাও। একইভাবে দায়িত্ব নিক পরিবারের। তাদের বাবা-মাকেও সমান মর্যাদা দেয়া হোক।
ওই ম্যাট্রিমোনিয়াল সাইটটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমীক্ষায় অন্যরকম তথ্য উঠে এসেছে। গত এক দশকে মূলত শহুরে ভারতীয় মহিলাদের মানসিকতা কীভাবে পরিবর্তিত হয়েছে সে বিষয়ে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। নিজেদের পছন্দ নিয়ে এখন তারা অনেক সচেতন।
সমীক্ষাটি মূলত করা হয়েছে শহরাঞ্চলের তথাকথিত শিক্ষিত মহিলাদের নিয়ে। বাদ পড়েছেন দেশের এক বৃহৎ অংশ, যারা ইন্টারনেটের ব্যবহারটাই জানেন না।
এ ধরনের সমীক্ষায় তাদের অংশগ্রহণ এ মুহূর্তে সম্ভব নয়। তারা এ বিষয়ে কী ভাবছেন বা আদৌ কিছু ভাবছেন কিনা, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। সমীক্ষায় তাই এ বিষয়ে ভারতীয় মহিলাদের ভাবনার সামগ্রিক পরিচয় পাওয়া যাচ্ছে না। তবে বিয়ে নিয়ে শহরের একটা বড় অংশের ভাবনা যে বদলাচ্ছে সমীক্ষাটিতে তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।
২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�