রবিবার, ০২ জুলাই, ২০১৭, ০১:১১:৩৯

লন্ডনজুড়ে বিক্ষোভ

লন্ডনজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক :  প্রধানমন্ত্রী থেরেসা মে'র পদত্যাগের দাবিতে লন্ডনজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার ‘নট ওয়ান মোর ডে’ স্লোগানে আন্দোলনে যোগ দিয়েছে হাজার হাজার ব্রিটিশ নাগরিক।

আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে সরকারকে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বিরোধী দল লেবার পার্টির নেতাকর্মীরা ছাড়াও এতে অংশ নিয়েছেন লেখক ওয়েন জোনস, রক ব্যান্ড তারকা ওলফ অ্যালাইস, ডিজে সাই এফএক্স ও গায়ক গেট কেপ।

গেলো মাসের ৮ জুন ব্রিটেনের সাধারণ নির্বাচনে হাউস অব কমন্সের ৬৫০ আসনের মধ্যে থেরেসা মের দল কনজারভেটিভ পার্টি ৩১৮টিতে জয় পায়।

একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সমর্থনে সরকার গঠন করেন মে।

নির্বাচন ছাড়াও গ্রেনফেল টাওয়ারে আগুনে ৮০ জন নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিক্ষোভকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারীদের কণ্ঠে ছিলো ব্রিটিশ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান।

তারা বলেন, লন্ডনে আবাসিক ভবনে আগুনের জন্য মানব সৃষ্ট দুর্যোগই দায়ী। নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিতে সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। সে সঙ্গে আবাসন প্রতিষ্ঠানগুলোও তাদের প্রতিশ্রুত কর্মসূচি মেনে চলেনি। উন্নয়ন পরবর্তী বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ তারা এড়িয়ে গেছে। এর দায় সরকারকেই নিতে হবে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে