বুধবার, ০৫ জুলাই, ২০১৭, ০২:৩৭:৫৯

ভারতীয় টিভি সিরিয়াল দেখে বোনকে খুন করল ভাই

ভারতীয় টিভি সিরিয়াল দেখে বোনকে খুন করল ভাই

আন্তর্জাতিক ডেস্ক: দাদার হাতের লেখা খারাপ বলে খুনসুটিতে মেতেছিল নয় বছরের ইমান তনভির। খেপে গিয়ে বোনকে গলায় ফাঁস দিয়ে খুন করল বছর এগারোর আব্দুল রহমান।

গত ৩০ জুন  লাহোরের শালিমার এলাকায় এই মর্মান্তিক ঘটনার তদন্ত করতে এসে প্রথমে নিহত বালিকার সত্‍ মা সাবা-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কিন্তু জেরা করার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইদের ছুটি কাটাতে ঠাকুমার বাড়িতে এসেছিল ইমান ও আব্দুল। ঠাকুমার অনুপস্থিতিতে ভাই-বোন মিলে হাতের লেখার প্রতিযোগিতা করে। সেই সময় দাদা আব্দুলের হাতের লেখা খারাপ বলে মন্তব্য করে বালিকা।

তাতেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বোনের গলায় স্কার্ফের ফাঁস জড়িয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে আব্দুল। শুধু তাই নয়, ইমানের মৃত্যু হলে নিজের হাতের শিরা কেটে ঘরের দরজা বন্ধ করে অপরাধ লুকানোর চেষ্টাও করে ওই কিশোর।

 পরে গোয়েন্দাদের জেরার মুখে বিস্তারিত ঘটনার কথা জানিয়ে নিজের অপরাধ কবুল করেছে আব্দুল। তার দাবি, ভারতীয় টিভি সিরিয়াল দেখে কৌশল রপ্ত করে বোনকে খুন করেছ ।-এই সময়
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে