বৃহস্পতিবার, ০৬ জুলাই, ২০১৭, ১০:৪৯:০৯

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক  : বুধবার পাকিস্তান পরমাণু অস্ত্র বহনে সক্ষম এ ধরনের ক্ষুদ্রপাল্লার ক্ষেপণাস্ত্র ‘নসর’ এর সফল পরীক্ষা চালিয়েছে। এক বিবৃতিতে পাক সামরিক বাহিনী ‘নাসর’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দ্রুত মোতায়েনযোগ্য এ ক্ষেপণাস্ত্রটি পরমাণু বোমা বহন করে সুনির্দিষ্টভাবে ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। আরো উল্লেখ করা হয়েছে যে, পরমাণু ক্ষেপণাস্ত্রটি বিরাজমান সংকট মোকাবেলায় আরো বেশি সক্ষমতা যোগাবে।

পরীক্ষামূলক উৎক্ষেপণ অনুষ্ঠানে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামাবাদ যে কোনো পন্থাই গ্রহণ করবে।

যুদ্ধকে বেছে নেয়ার কোনো ইচ্ছা পাকিস্তানের নেই জানিয়ে তিনি বলেন, সংলাপের মাধ্যমে শান্তি স্থাপনের পাক সরকারের তৎপরতাকে সেনাবাহিনী আন্তরিকভাবে সমর্থন করে। উঁচু মাত্রায় সামরিকীকরণ এবং যুদ্ধবাজ প্রতিবেশীর বিরুদ্ধে শান্তির নিশ্চয়তা দেয়া পাকিস্তানের কৌশলগত সক্ষমতা বলে তিনি উল্লেখ করেন।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে