আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে নৌবাহিনীর মহড়া আগামীকাল রোববার থেকে শুরু হবে বলে আশঙ্কা করছে চীন। এতে ভারতের বড় ভূমিকা রয়েছে। এ পর্যন্ত এটি দ্রুতগামী নৌ-মহড়া। এনডিটিভির খবরে জানা যায়, বঙ্গোপসাগরের মহড়ায় জাপান, যুক্তরাষ্ট্র ও ভারতের যুদ্ধজাহাজগুলো থাকবে।
এই যুদ্ধজাহাজগুলো আজ শনিবার থেকে এসে পৌঁছানোর কথা। চীনা সরকারের মুখপাত্র বলেন, তাঁরা আশঙ্কা করছেন, এ ধরনের সম্পর্ক এবং সহযোগিতা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে যাবে না। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এটি সহায়ক হবে। ১৯৯২ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মহড়ার মধ্য দিয়ে মালাবার মহড়া শুরু হয়। ২০১৪ সালের পর থেকে প্রতিবছর জাপান এই মহড়ায় যুক্ত হয়।
ভারত সাগর ও বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছে এই মহড়া চলে। দক্ষিণ চীন সাগরকে নিজেদের জলসীমা বলে দাবি করে বেইজিং। বেশ কয়েকটি যুদ্ধজাহাজ, সাবমেরিন ও এয়ারক্র্যাফট এই মহড়ায় অংশ নেয়। ভারত ও প্রশান্ত মহাসাগরজুড়ে তিনটি দেশের নৌবাহিনীর জাহাজ এতে অংশ নেয়। চীনের বিরোধিতার আশঙ্কায় অস্ট্রেলিয়াকে এ বছর এই মহড়ায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
২০১৩ সাল থেকে ভারত সাগরে চীন কমপক্ষে ছয়টি সাবমেরিন মোতায়েন করে। এটি নিয়ে উদ্বিগ্ন ভারত। এ ছাড়া সিকিম নিয়েও দুই দেশের মধ্যে বিতর্ক রয়েছে। জার্মানিতে জি-২০ সম্মেলনে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাক্ষাৎ করার কথা। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা ও সংকট কমতে পারে। গতকাল চীন সাফ জানিয়ে দিয়েছে, ভারতের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনা হবে না।
এমটিনিউজ২৪/এম,জে