রবিবার, ০৯ জুলাই, ২০১৭, ১২:২৩:০৬

কাশ্মির সীমান্তে পাক-ভারত গোলাগুলিতে নিহত ৭

কাশ্মির সীমান্তে পাক-ভারত গোলাগুলিতে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মির সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়টার্সকে এ খবর জানিয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতা আন্দোলনের জনপ্রিয় নেতা বুরহান ওয়ানির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার যখন রাজ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে তখন ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটল।

এ ঘটনাকে পাকিস্তান বিনা উস্কানিতে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে উল্লেখ করে ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার জেপি সিংকে তলব করেছে।

এদিকে, ভারতীয় সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, পাকিস্তানি সেনাদের গোলাগুলিতে দু'জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত ও দু'জন আহত হয়েছেন। তিনি জানান, পাকিস্তানি সেনাদের গোলাগুলির উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনারা।
৮ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে