সোমবার, ১০ জুলাই, ২০১৭, ১২:০৩:২৭

ব্রিটেনের লন্ডনে আবারও ভয়াবহ আগুন

ব্রিটেনের লন্ডনে আবারও ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে উত্তর লন্ডনের অন্যতম জনপ্রিয় পর্যটক আকর্ষণ ক্যামডেন লক মার্কেটে বড় ধরনের আগুন লেগেছে। এরপর থেকে সেখানে সত্তর জনের বেশি অগ্নি নির্বাপণ-কর্মী কাজ শুরু করে।

লন্ডনের ফায়ার ব্রিগেড জানায়, ১০টি ফায়ার এঞ্জিন এবং সতর জন অগ্নি নির্বাপণ কর্মী সেখানে পাঠানো হয়েছে।একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন "খুব দ্রুত" ছড়িয়ে পড়ছিল এবং কাছেই একটি ভবনে বিস্ফোরণের আতঙ্ক দেখা দিয়েছিল।

ঘটনাস্থলে রয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলছেন। তবে তারা বলছে, এখনো পর্যন্ত আহত কোনও ব্যক্তির খবর নেই। এর আগে গত জুন মাসের মাঝামাঝিতে পশ্চিম লন্ডনে লাটিমার রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।-বিবিসি
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে