আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনীর হামলায় ভারতের চার সেনা নিহত এবং দুটি ঘাঁটি ধ্বংস হয়েছে। কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর বিনা উস্কানিতে বেসামরিক মানুষের ওপর গুলিবর্ষণের জবাবে এ হামলা করা হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর।
শনিবার ভারতীয় সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় পাঁচ বেসামরিক পাকিস্তানি নিহত হয়েছেন।
আইএসপিআরের বিবৃতিতে দাবি করা হয়েছে, ভারতীয় বাহিনীর আগ্রাসী হামলা থেকে পাকিস্তানের বেসামরিক মানুষকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে।
ভারতীয় দুটি ঘাঁটি ধ্বংস করে দেয়ার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে আইএসপিআর।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস