মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭, ০৬:৩৬:৩৫

ভারতে জবাইয়ের জন্য গরু কেনাবেচা চলবে : সুপ্রিম কোর্ট

ভারতে জবাইয়ের জন্য গরু কেনাবেচা চলবে : সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে জবাই করার উদ্দেশ্যে গরু কেনাবেচা নিষিদ্ধ করে জারি করা সরকারের আদেশ বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট। খবর এনডিটিভির।

এ সংক্রান্ত তামিলনাড়ুর একটি মামলা মাদ্রাজ হাইকোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। মঙ্গলবার এর রায়ে সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দেয়।

গত মে মাসে ভারত সরকার জবাই করার জন্য হাটে গরু কেনাবেচা নিষিদ্ধ করে। সরকারের ওই আদেশে আরও বলা হয় হাট- বাজারে কেবল কৃষিকাজ, ডেইরি ফার্ম ও চাষাবাদের জন্য গরু বেচাকেনা করা যাবে।

এ আদেশ জারির পর থেকেই ভারত জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।

আসাম ও মিজোরাম রাজ্যে খোদ ক্ষমতাসীন দল বিজেপির এমপিরা পর্যন্ত প্রকাশ্যে এ আদেশের বিরুদ্ধাচারণ করেন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে