বুধবার, ১২ জুলাই, ২০১৭, ০৯:১৭:১৬

তীর্থ যাত্রীদের যারা হত্যা করেছে তারা মুসলমান নয়

তীর্থ যাত্রীদের যারা হত্যা করেছে তারা মুসলমান নয়

আন্তর্জাতিক ডেস্ক: তীর্থ যাত্রীদের যারা হত্যা করেছে তারা মুসলমান নয়৷ অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলার ঘটনায় এমনটাই মন্তব্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার৷ একই সঙ্গে তাঁর কথায়, ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ৷

কিন্তু দেশে দাঙ্গা লাগানোর জন্য একদল উঠেপড়ে লেগেছে৷ একাজ আসলে তাদের৷ এর বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বানও করেন জম্মু-কাশ্মীর ন্যাশানাল কনফারেন্সের সুপ্রিমো৷

মঙ্গলবার নিজের মা, বেগম আকবর জেহান আবদুল্লার ১৭ তম মৃত্যুবার্ষিকী এক অনুষ্টানে হাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ সেখানেই তিনি দাবি করেন, অমরনাথ যাত্রা থেকে ফেরার পথে তীর্থযাত্রীদের উপর যারা হামলা চালিয়েছে তারা কেউ মুসলমান নয়৷ ইসলামের সঙ্গে তাদের কোনও যোগ থাকতে পারে না৷

এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, জঙ্গিরা যখন তীর্থযাত্রীদের উপর হামলা চালিয়েছে তারপরে সেখানকার স্থানীয় মুসলমানরাই সেনেবাহিনীর সঙ্গে আহত যাত্রীদের সাহায্য করেছে৷ এর পাশাপাশি প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর কথায়, ইসলাম পরস্পরকে ভালোবাসার কথা শেখায় এবং সেটি সকলের মেনে চলা উচিত৷

পাশাপাশি তিনি আরও বলেন অমরনাথ যাত্রীদের উপর এহেন আক্রমণে কাশ্মীর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ কাশ্মীরবাসী ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে৷ এমনকি তিনি এও জানিয়েছেন, আক্রমণকারীরা দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে৷ অমরনাথ যাত্রার উপর আঘাত দেশের ধর্মের উপর আঘাত হানার সমান বলেও দাবি করেন তিনি৷

গতকাল রাতে অমরনাথ দর্শনের পর তীর্থযাত্রী বোঝাই একটি বাসে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা৷ এই ঘটনার পেছনে লস্কর ই তইবা জঙ্গি সংগঠন জড়িত বলে দাবি করে জম্মু ও কাশ্মীর পুলিশ৷ ঘটনায় সাত জন নিহত হন৷ তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে