আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে আবারও কেন হুমকি চিনা সংবাদ মাধ্যমের । শুধু কাশ্মীর কিংবা সিকিম নয়, লাদাখ নিয়েও প্রতিবেদন প্রকাশ করেছে চিনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস।
চিনকে চাপে রাখতে ভারত যদি 'তিব্বত তাস' খেলে তাহলে তারা নিজেরাই নিজেদের 'পোড়াবে', ঠিক এমন ভাষা প্রয়োগ করেছে চিনের ওই সংবাদ মাধ্যম। লাদাখের প্যাংগং হ্রদে তিব্বতের 'নির্বাসিত সরকারে'র পতাকা দেখার পরই এমন প্রতিক্রিয়া বেজিং-এর তরফে।
সিকিম সীমান্তে ভারত-চিনের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে এই পতাকা উড়ানোর বিষয়টিকে ভারতের 'তিব্বত তাস' খেলা হিসাবে দেখছে চিন। প্যাংগং-এর উপর দিয়েই গিয়েছে নিয়ন্ত্রণ রেখা। এই রকম 'স্পর্শকাতর' এলাকায় দলাই লামার 'নির্বাসিত সরকারে'র পতাকা দেখে রীতিমতো ক্ষুব্ধ চিন।
দিন দুয়েকের মধ্যে প্রায় একই ধরনের হুমকি দিল চিনের এই সরকারি সংবাদ মাধ্যম। এর আগে এই সংবাদ মাধ্যমে বলা হয়েছিল, পাকিস্তান সাহায্য চাইলেই ভারতের জম্মু-কাশ্মীরে প্রবেশ করতে পারে তৃতীয় কোনও দেশের সেনা। সিকিম সীমান্তে ভারত ও চিনের সাম্প্রতিক উত্তপ্ত আবহের জন্যই এমন কথা লেখা হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা।-ওয়ান ইন্ডিয়া
এমটিনিউজ২৪/এম,জে