আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রীদের ওপর হওয়া হামলা নিয়ে ট্যুইট করে বিপাকে পড়লেন চেতন ভগত। কেআরকে-এর পাশাপাশি আরও অনেকেই তাঁর এই ট্যুইটের সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম নেটওয়ার্কে হইচই পড়েছে বিশ্বজুড়ে।
চেতন ভগত, আমরনাথযাত্রীদের ওপর হওয়া এই জঙ্গি হামলাকে ট্রেনে ঘটে যাওয়া জুনেইদের হত্যার সঙ্গে জুড়ে ট্যুইটারে লেখেন, 'যখন জুনেইদের মৃত্যু হয়েছিল তখন সংবাদমাধ্যম বলেছিল সে মুসলিম হওয়ার কারণে মারা গিয়েছে।
তাহলে কি এবার অমরনাথ যাত্রীরা হিন্দু হওয়ার কারণে মারা গেল? আর তার এই ট্যুইট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় হইচই। পাশাপাশি সেলেব্রিটি সমালোচক কেআরকেও পাল্টা তোপ দাগেন চেতনের এই ট্যুইটের বিরুদ্ধে। কেআরকে এখানেই থেমে থকেননি। পর পর বেশ কয়েকটি ট্যুইট করেন তিনি।
১২ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি