বুধবার, ১২ জুলাই, ২০১৭, ১০:৩১:১২

অবশেষে নারীদের হাতে বেধড়ক পিটুনি খেলেন স্বামী ওম!

অবশেষে নারীদের হাতে বেধড়ক  পিটুনি খেলেন স্বামী ওম!

আন্তর্জাতিক ডেস্ক: নাটক অনেক হয়েছে। এবার শুধু ধোলাইয়ের পালা। হায় রে, আহা রে বেচারা স্বামী ওম! কেন ‌যে তাঁর বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, কে জানে? নারীকে দেখে আপত্তিজনক মন্তব্য করেফের দিল্লিতে নারীদের হাতে বেধড়ক মার খেলেন স্বামী ওম।

কিছুদিন আগেই টপলেস শিষ্যকে যোগের মাহাত্ম্য শিখিয়েছিলেন। ইন্টারনেটে সে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক হইচই হয়েছিল। তারপরই এক অনুষ্ঠানে গিয়ে বেধড়ক ধোলাই খেতে হয় স্বামী ওমকে। আর এবার দিল্লিতেও একই ঘটনা ঘটল।

জানা গেছে, দিল্লির যন্তর-মন্তরে অমরনাথে হামলার প্রতিবাদে এক মিছিলে অংশ নেন স্বামী ওম। এক মহিলার অভিযোগ সেই মিছিল চলাকালীনই, ওখানেই তাঁকে লক্ষ্য করে আপত্তিজনক কথা বলেন স্বামী। তাতেই ধৈর্যের বাঁধ ভাঙে তাঁর।

তিনি ও আরও কয়েকজন নারী একজোট হয়ে বেধড়ক ধোলাই দেন স্বামীকে। স্বঘোষিত বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর সহযোগী। তাঁকেও উত্তম-মধ্যম দেন নারীরা। শেষমেশ চেয়ারকে ঢাল করে প্রাণ বাঁচান স্বামী।
১২ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে