ঢুকতে পারলেন না ভারতীয় হাইকমিশনার
আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাইয়ে গুলাম আলির অনুষ্ঠানে বাধা। পাক নাট্যদলের শো-এ হামলা। পাক ক্রিকেট বোর্ডের প্রধানের সঙ্গে বৈঠক ভেস্তে দিতে বিসিসিআই অফিসে হামলা।
কয়েক সপ্তাহ ধরে এসব ঘটনা নিয়ে উত্তাল দেশের রাজনীতি। এরই মধ্যে সামনে এল সীমাপারের অসিহষ্ণুতাও। জানা গেছে, ২৬ সেপ্টেম্বর করাচির অভিজাত সিন্ধ ক্লাব পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার টিসিএ রাঘবন এবং তার স্ত্রীকে ফিরিয়ে দেয়।
পাকিস্তান-ইন্ডিয়া সিটিজেনস ফ্রেন্ডশিপ ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তারা। কিন্তু যে হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে পৌঁছতেই ভারতীয় হাইকমিশনারকে জানিয়ে দেয়া হয় তারা অবাঞ্ছিত। সূত্র : এবিপি
২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�