হাফ ছেড়ে বাঁচলেন চীনের দম্পতিরা
আন্তর্জাতিক ডেস্ক : বহু প্রতীক্ষিত নীতি থেকে অবশেষে সরে এল চীন। এতে হাফ ছেড়ে বাঁচলেন চীনের নারীরা। সেখানকার সরকারি জিনহুয়া নিউজ এজেন্সিতে বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়েছে।
সরকারের নয়ানীতি অনুযায়ী, যেকোনো চীনা দম্পতি এখন থেকে দুই সন্তানের জন্ম দিতে পারবেন।
চীনে এতদিন 'এক সন্তান' নীতি বলবত্ থাকার কারণে পুরুষের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বেআইনিভাবে গর্ভপরীক্ষা করিয়ে পুত্রসন্তানে জোর দেন দম্পতিরা। স্বাভাবিক কারণেই চীনে কন্যাসন্তান কমতে থাকে।
এক পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সাল নাগাদ প্রায় তিন কোটি বিবাহযোগ্য চীনা যুবকের জন্য পাত্রীই পাওয়া যাবে না। এতে পুরুষদের জন্য খুবই দুঃখজনক ঘটনা।
২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�