বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭, ০৬:১৯:০১

প্রকাশ্যে মহিলাদের হাতে মার খেলেন স্বঘোষিত বাবা স্বামী ওম!

প্রকাশ্যে মহিলাদের হাতে মার খেলেন স্বঘোষিত বাবা স্বামী ওম!

বিনোদন ডেস্ক : এর আগে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মারধর খেতে হয়েছিল স্বামী ওমের। এবার একদল নারীর হাতে বেধড়ক মার খেয়ে খবরের শিরোনাম এলেন তিনি।

রিয়েলিটি শো ‘বিগ বস ১০’ এ এসে খ্যাতি পান এই ব্যক্তি। তবে বেশিরভাগ ছিল বিতর্ক ও সমালোচনা। কখনও সালমান খানকে চড় মারার দাবি করে, কখনও নারীর সঙ্গে নাচ করে আলোচনায় আসেন তিনি। শুধু সাধুর বেশেই দেখা যায় তাকে। কিন্তু সাধু সুলভ আচরণ কখনও দেখা যায় নি। তাই এখন যেখানেই পা রাখে স্বামী ওম, সেখানেই মহিলাদের হাতে বেধড়ক পিটুনি খেতে হয় তাকে। এরকমই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি।

দিল্লির যন্তর মন্তরে অমরনাথের নিহত তীর্থযাত্রীদের উৎসর্গে মোমবাতি মিছিল হয়। সেই মিছিলে যোগ দেয় স্বামী ওম। সেখানেই মহিলারা তাকে ধরে মারধর করে। আর সেই ভিডিওটিই এখন ফেসবুকে ভাইরাল।

মহিলার অভিযোগ, সেই মিছিল চলাকালীন ওখানে তাকে লক্ষ্য করে আপত্তিজনক কথা বলেন স্বামী ওম। তাতেই ধৈর্যের বাঁধ ভাঙে তার। তিনি ও আরও কয়েকজন মহিলা একজোট হয়ে বেধড়ক ধোলাই দেন স্বামীকে। স্বামী ওমের চরিত্রের কারণেই মহিলারা তার উপরে ভীষণ ক্ষেপে আছেন।

এদিকে স্বঘোষিত বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন তার সহযোগী। তাকেও উত্তম-মধ্যম দেন মহিলারা। শেষমেশ চেয়ারকে ঢাল করে প্রাণ বাঁচান স্বামী। পরে অবশ্য ঘটনাস্থলে পুলিশ এসে সকলকে শান্ত করেন। তবে এনিয়ে কোনও পক্ষই কোনও অভি‌যোগ দায়ের করেননি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে