আন্তর্জাতিক ডেস্ক: এও সম্ভব? সম্ভব৷ সেটাই তো হয়েছে৷ ছেলের হাতে খুন হয়েছেন মা৷ পুরুলিয়ার কেন্দা থানার কাঁটাসিয়ারী গ্রামে ছেলে সৃষ্টিধর মাহাতর হাতেই খুন হয়েছেন মা মুসুরি মাহাত।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। ধারালো আস্ত্রের আঘাতেই খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেশিরা বলছেন, ডাইনি সন্দেহেই মাকে খুন করেছে ছেলে।
পুরুলিয়ার কেন্দা থানার কাঁটাসিয়ারী গ্রামে ছেলে সৃষ্টিধর মাহাতর হাতেই খুন হলেন মা মুসুরি মাহাত৷ খুনের পরেই বাড়ি থেকে পালিয়ে যায় ছেলে। ময়নাতদন্তের জন্য মুসুরি মাহাতর দেহ উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ। খুনের কারণ এখনও পরিস্কার নয়, জানিয়েছে পুলিশ। তবে গ্রামবাসিদের বক্তব্যে উঠে আসছে সেই পুরনো গল্প৷ ডাইনি সন্দেহের জেরেই ছেলে তার মাকে খুন করেছে বলেই অভিযোগ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সৃষ্টিধর মাহাতকে৷ খুনি ছেলেকে জেরার পরেই সঠিক তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
তবে, কাঁটাসিয়ারী গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বহূদিন থেকেই মা এর সঙ্গে বিবাদ ছেলে সৃষ্টিধরের৷ শেষের দিকে মা মুসুরি মাহাতকে ডাইনি বলে সন্দেহ করত ছেলে৷ তার জেরেই এই হত্যাকান্ড বলে অভিযোগ প্রতিবেশিদের৷ সৃষ্টিধরকে জেরা করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ডাইনি সন্দেহে মা কে হত্যার ঘটনা সত্যি হলে পুরুলিয়া যে এখনও পিছিয়েই আছে তা আরও একবার প্রমাণ হয়ে যাবে৷
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস