আন্তর্জাতিক ডেস্ক: দিন দুয়েক আগেই উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে ধরা পড়েছে সন্দীপ শর্মা নামে এক লস্কর জঙ্গি। কিছুদিন আগে খতম হওয়া লস্কর নেতা বসির লস্করির সঙ্গে তার যোগ থাকার প্রমাণ মিলেছে। জঙ্গিদের হয়ে এটিএম লুঠও করেছে সে। কিন্তু কিভাবে কাশ্মীরে গিয়ে জঙ্গি ট্রেনিং নিতে শুরু করল সন্দীপ? জেরায় সেই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে।
জেরার মুখে সন্দীপ জানিয়েছে, এক কাশ্মীরি মেয়ের প্রেমে পড়েই এভাবে জিহাদের পথে চলে যায় সে। উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি-টেরর স্কোয়াড জেরা করছে ওই জঙ্গিকে। জানা গিয়েছে, যখন তাকে কাশ্মীরে অস্ত্রচালনার ট্রেনিং দেওয়া হচ্ছিল তখন কাশ্মীরেরই এক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল সন্দীপ। এমনকি তার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল বলেও জানা গিয়েছে। তার আসল নামেই ছিল একটি ড্রাইভিং লাইসেন্স। প্রথমদিকে সন্দীপকে ড্রাইভার হিসেবেই ব্যবহার করত। এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে হত অস্ত্র। পরে তাকে এটিএম লুঠের কাজে ব্যবহার করা হয়।
জানা গিয়েছে, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সন্দীপ শর্মার। তবে শেষ পর্যন্ত একটি মেয়েকেই বিয়ে করবে বলে ঠিক করেছিল সে। তাদের পরিবারের দেওয়া শর্ত মেনেই ইসলামে ধর্মান্তরিত হয় সন্দীপ। তার নাম হয় আদিল। এরপর কুলগামে তার অস্ত্রচালনার শিক্ষা হয়। ওই মেয়েটির পরিবারের লোকজনই তাকে জিহাদি হওয়ার জন্য উৎসাহ দেয় বলে জানিয়েছে সন্দীপ।
এটিএস সূত্রে খবর, ছ’বছর আগে মুজফফরনগর ছেড়ে পঞ্জাবে যায় সন্দীপ। পাতিয়ালায় একটি কারখানায় কাজ করত সে। সেইসময় কিছু কাশ্মীরি যুবকের সঙ্গে তার আলাপ হয়। যারা শীতকালে কাশ্মীর ছেড়ে পঞ্জাবে এসে থাকত। তাদের সঙ্গেই কাশ্মীরে যাতায়াত শুরু হয় সন্দীপের।
গত সোমবার মুজফফরনগর থেকে সন্দীপকে গ্রেফতার করেছে পুলিশ। সোপিয়ান, কুলগাম ও পুলওয়ামায় এটিএম লুঠের ঘটনায় নাম ছিল এই লস্কর জঙ্গির। লস্করের সদস্যদের সঙ্গেই সে উপত্যকায় বসবাসও শুরু করে।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস