আন্তর্জাতিক ডেস্ক : পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছেছে, পোস্ট ডিলিট করে দিয়েও রেহাই মেলেনি। মুম্বই পুলিশ জানিয়েছে তারা সাইবার পুলিশ স্টেশনকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলবে। কী ছিল পোস্টে?
প্রধানমন্ত্রীকে নিয়ে রসিকতা করায় বেকায়দায় জনপ্রিয় কমেডি গ্রুপ এআইবি। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছেছে, পোস্ট ডিলিট করে দিয়েও রেহাই মেলেনি। মুম্বই পুলিশ জানিয়েছে তারা সাইবার পুলিশ স্টেশনকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলবে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র থেকে জানা যাচ্ছে, টুইটারে পোস্টটি করার পরেই রীতিমতো শোরগোল পড়ে যায়। পোস্টটিতে ছিল নরেন্দ্র মোদীর মতো দেখতে এক বৃদ্ধ। সঙ্গে ছিল প্রধানমন্ত্রীরও একটি ছবি। ছবির ক্যাপশনে লেখা ছিল হ্যাশট্যাগ ওয়ান্ডারলাস্ট। এই শব্দের অর্থ ভ্রমণের নেশা।
পোস্টটি করার পরেই শুরু হয় ধুন্ধুমার। বহু প্রতিবাদ জমা পড়ে। খবর পায় মুম্বই পুলিশও। তারা জানিয়ে দেয়, বিষয়টি আমাদের গোচরে আনার জন্য ধন্যবাদ। আমরা বিষয়টি সাইবার পুলিশ স্টেশনের কাছে পাঠাচ্ছি।
এখানেই শেষ নয়। পোস্ট ডিলিট করার পরেও এআইবিকে ক্রমাগত ট্রল করা হতে থাকে।
শেষে গ্রুপের অন্যতম সদস্য তন্ময় ভাট টুইট করেন— জোকস পোস্ট করা চালিয়ে যাব। দরকারে ডিলিট করে দেব। এবং আবারও জোকস করব। এবং ক্ষমাও চাইব প্রয়োজনমতো। তোমরা কী মনে করছ, তাতে কিছু আসে যায় না।-এবেলা
এমটিনিউজ২৪/টিটি/পিএস