রবিবার, ১৬ জুলাই, ২০১৭, ১১:৪১:১৭

তাহলে এই কারণে পদত্যাগ করবেন ট্রাম্প?

তাহলে এই কারণে পদত্যাগ করবেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুত্র এবং জামাইয়ের কর্মকাণ্ডে সৃষ্ট সাংবিধানিক সংকটের কারণে খুব সম্ভবত পদত্যাগ করতে হবে বলে মত দিয়েছেন কলম্বিয়া ইউনিভার্সিটির আইনের একজন খ্যাতনামা অধ্যাপক।

হিলারির ‘নোংরা’ তথ্য পেতে রাশিয়ার আইনজীবীসহ বেশ কয়েকজনের সঙ্গে ট্রাম্পের ছেলের গোপন বৈঠকের তথ্য ফাঁস হওয়ায় মার্কিন মুল্লুকে তোলপাড় চলছে। এ জন্য ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে তদন্ত হবে বলে মনে করা হচ্ছে। সিনেট কমিটি এ ধরনের উদ্যোগও নিয়েছে। ফিলিপ ববিট বলেছেন, পরিবারের সদস্যরা দণ্ডিত হওয়ায় ট্রাম্পকে খুব সম্ভবত পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, ট্রাম্পের পদত্যাগ এখনও হয়তো সুদূরপরাহত মনে হয়। তবে ছেলে ও জামাতাকে কারাগারে পাঠাতে না চাইলে আর নিজে বিচারের মুখোমুখি হতে না চাইলে ট্রাম্পের জন্য পদত্যাগই হবে উত্তম সিদ্ধান্ত।

তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংযোগ নিয়ে যে তালগোল পাকিয়েছে তা থেকে ট্রাম্পের পরিত্রাণের সর্বোত্তম পথ তার পদত্যাগ।

অধ্যাপক ফিলিপ ববিট সাবেক প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের ভাতিজা এবং খ্যাতনামা সংবিধান বিশেষজ্ঞ। বেশ কয়েকজন প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি। প্রিন্সটন, ইয়েল ও অক্সফোর্ডের ডিগ্রিধারী তিনি। দ্য ইন্ডিপেনডেন্ট।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে