রবিবার, ১৬ জুলাই, ২০১৭, ১১:১৪:২৬

দেশরক্ষায় নাকি সেনাবাহিনী গড়ছেন বাবা রামদেব!

দেশরক্ষায় নাকি সেনাবাহিনী গড়ছেন বাবা রামদেব!

আন্তর্জাতিক ডেস্ক : যোগ, আয়ুর্বেদ থেকে আটা নুডলস। এবারে কি সেনাবাহিনী গড়ে তুলবেন বাবা রামদেব? মোটেও মজা নয়, এমন ইঙ্গিতই রেখেছেন যোগগুরু। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর মোতাবেক, সম্প্রতি সিকিউরিটি গার্ড-সংক্রান্ত একটি ব্যবসা শুরু করতে চলেছেন পত্রঞ্জলী প্রধান। খবর এবেলা’র।

সেই নিরাপত্তা রক্ষীদের নিয়েই নাকি গড়ে তোলা যেতে পারে এক দেশরক্ষা বাহিনী— সেই রকমই এক মন্তব্য করেছেন বাবা রামদেব। তার নিরাপত্তা রক্ষী বাহিনী ‘পরাক্রম সুরক্ষা’ একাধারে শস্ত্র ও শাস্ত্রে পারঙ্গম হবে বলে জানিয়েছেন যোগগুরু।

আর অবশ্যই তারা যোগ প্রশিক্ষণ প্রাপ্ত হবে, তা-ও তিনি বলেছেন। পত্রঞ্জলী আয়ুর্বেদ লিমিটেড ও পত্রঞ্জলী যোগপীঠ-এর মুখপাত্র এস কে তিজারাওয়ালার বক্তব্য অনুযায়ী, এই নিরাপত্তা রক্ষীরা হবেন মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক দিক থেকে অনন্য, অতুলনীয়। এই ব্যবসা ৪,০০০ কোটি থেকে ৫০,০০০ কোটি টাকা অর্থমূল্যের। এর মাধ্যমে ৫০ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানিযেছেন তিজারাওয়ালা।

তিজারাওয়ালার মতে, এই নিরাপত্তা বাহিনী সদাপ্রস্তুত থাকবে আত্মোৎসর্গের জন্য। তারা আদ্যন্ত দেশভক্ত। দেশার জন্য প্রাণ দেওয়াটা তাদের কাছে কোনও ব্যাপারই নয়। তবে, ‘পরাক্রম সুরক্ষা’-য় কেবল সাবেক সেনাদেরই নিয়োগ করা হবে। সাধারণ মানুষের কাছে এই চাকরি অধরা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে