সোমবার, ১৭ জুলাই, ২০১৭, ০৮:১৫:৪৩

‘মন্ত্রী করার গ্যারান্টি’ দিয়ে ৫০ লক্ষ টাকা নিয়ে চম্পট

‘মন্ত্রী করার গ্যারান্টি’ দিয়ে ৫০ লক্ষ টাকা নিয়ে চম্পট

আন্তর্জাতিক ডেস্ক : ‘এ জগতে হায়, সেই বেশি চায়...’। কবির কথা তো, মিথ্যা হওয়ার কথা না। বিধায়ক (বিধানসভার সদস্য) হয়ে সন্তুষ্ট ছিলেন না। মন্ত্রী হওয়ার প্রবল বাসনায় কোনও পথই বাদ দেননি তিনি। শেষ পর্যন্ত দুই তান্ত্রিক বাবার শরণাপন্ন হন। তবে লাভের বদলে উল্টো ৫০ লক্ষ টাকা (ভারতীয় রুপি) খোয়াতে হল সেই বিধায়ককে। খবর ইন্ডিয়া টাইমসের।

ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার ওয়ারঙ্গল শহরে। জানা গেছে, শহরের করিমাবাদ অঞ্চলের বাসিন্দা দুই তান্ত্রিক নরসিংহ এবং রাজু-কে শাসক দলের ওই বিধায়কের কাছে নিয়ে যান বিধায়কেরই এক নিকটাত্মীয়। তান্ত্রিকরা জানান, বিধায়কের রাজনৈতিক কেরিয়ার একেবারে বিদ্যুতের গতিতে এগোবে। বছর না ঘুতেই তিনি মন্ত্রী হয়ে যাবেন। তবে তার জন্য বিশেষ ধরনের পুজো করতে হবে। তা হলেই ভাগ্য সুপ্রসন্ন হবে।

এ কথা বলে প্রথমেই এক লক্ষ টাকা নিয়ে যান দু’ জনে। এর পর ঘন ঘন বিধায়কের বাড়িতে যাতায়াত করতে থাকেন তারা। খেপে খেপে কখনও ৫০ হাজার, কখনও লক্ষাধিক টাকা নিয়ে যেতেন। এ ভাবে বছর খানেকের মধ্যে ৫০ লক্ষ টাকা নিয়ে নেন তারা। তারপরই এদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এ দিকে বিধায়ক সকলের কাছে ব্যাপার প্রকাশও করতে পারছিলেন না। মন্ত্রী না হতে পেরে এমনিতেই যথেষ্ট ক্রুদ্ধ ছিলেন। শেষমেশ পুলিশের কাছে যান তিনি। শহরের সুবেদারি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে দু’ জন তান্ত্রিককে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করেছে। তবে এ নিয়ে পুলিশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে