আন্তর্জাতিক ডেস্ক : দুই জ্বলন্ত ইস্যুকে হাতিয়ার করে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী। সাম্প্রদায়িক হিংসা প্রসঙ্গে এবার রাজ্যটির মুখ্যমন্ত্রীর মুখে বাংলাদেশের জামায়াতে ইসলামীর নাম।
পশ্চিমবঙ্গে অশান্তি পাকাতে বাংলাদেশ থেকে লোক ঢোকানো হচ্ছে। কেন খোলা হচ্ছে সীমান্ত? সব নথি আছে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতার। একইসঙ্গে পাহাড় ইস্যুতেও বিজেপি সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
সাম্প্রদায়িক হিংসা প্রসঙ্গে বলার সময় মুখ্যমন্ত্রীর কথায় তাৎপর্যপূর্ণভাবে উঠে আসে বাংলাদেশের উগ্র ইসলামী দল জামাতের প্রসঙ্গ! মমতা বলেছেন, ফেক পোস্ট করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছিল। তার প্রশ্ন, সাতক্ষীরা থেকে জামাতের লোক কী করে ঢুকল? সীমান্ত কারা খুলে দিয়েছিল, কেন খুলে দিয়েছিল?
এ ব্যাপারে বিস্তারিত কাগজপত্র তাদের কাছে রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা। মমতার অভিযোগ, বিজেপি রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টায় তারা সফল হবে না।
এমটিনিউজ/এসএস