আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগেই ধূসর চোখের পাকিস্তানি এক চা ওয়ালার রূপে মোহিত হয়েছিল গোটা সোশ্যাল মিডিয়ার দুনিয়া। তীক্ষ্ন নাক, আর চোখের চাউনিতেই মাত করে দেন ১৮ বছর বয়সী চাওয়ালা আরশাদ খান। তবে সেই আরশাদকে ছাপিয়ে গিয়েছেন আরেক পাকিস্তানি আরো এক তরুণ পুরুষ, রেহান মুনির।
রেহানের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় হট কেকের মতো করে ছড়িয়ে পড়ছে। আর তার সঙ্গেই ক্রমাগত বেড়ে চলেছে তার অনুরাগীর সংখ্যা। বলা ভালো বাড়ছে অনুরাগীনির সংখ্যা! রেহানের ধারালো চেহারার সঙ্গে পুরুষোচিত হাসি, সব মিলিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় মহিলাদের মন মজিয়ে ফেলেছেন এই পাকিস্তানি পুরুষ।
২৬ বছরের রেহান পেশায় ডাক্তার। তিনি এখন নিউ ইয়র্কে থাকেন। কিছুদিন আগেই ফেসবুকে রেহান একটি পোস্ট করে জানান, যে তিনি কিছুদিন ধরেই বাড়ি খুঁজছেন। আর তার প্রেক্ষিতে রেহানের পোস্টটিতে, কমেন্টের বন্যা বয়ে যায়। অনেক মহিলাই তাকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেন। ফলে বোঝাই যাচ্ছে, যে কী পরিমাণ জনপ্রিয়তা এখন ভোগ করছেন এই পাকিস্তানি পুরুষ।
এমটিনিউজ/এসএস