মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭, ০৬:২৭:৩৫

না জানিয়ে ভারত পানি ছাড়ায় বন্যায় ভাঁসছে পাকিস্তান, মৃত ৭০

না জানিয়ে ভারত পানি ছাড়ায় বন্যায় ভাঁসছে পাকিস্তান, মৃত ৭০

আন্তর্জাতিক ডেস্ক : ভারি বৃষ্টি চলছে পকিস্তানে। এক নাগাড়ে বৃষ্টির জেরে পাকিস্তানের বেশ কিছু অঞ্চল এখন জলের তলায়। বন্যার জেরে ইতিমধ্যেই পাকিস্তানে ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

পাকিস্তানের অভিযোগ, সিন্ধু থেকে জল ছাড়ার কথা আগে থেকে জানানো হয়নি ভারতের তরফে। অত্যধিক বৃষ্টি, সেই সঙ্গে সিন্ধু থেকে ভারত জল ছাড়ার মাত্রা বাড়িয়ে দেওয়াতেই পাকিস্তানের একাধিক এলাকা বন্যার কবলে পড়েছে। শতদ্রু নদী থেকেও জল ছাড়ছে ভারত। কোনও কিছু না জানিয়ে জল ছাড়ার জন্যই পাকিস্তানে বন্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ ইসলামাবাদের।

যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি দিল্লির তরফে। তবে পাকিস্তানের অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই কোনও আগম নোটিশ না দিয়ে অতিরিক্ত জল ছাড়ছে ভারত। সিন্ধু চুক্তি মানছে না দিল্লি। আর সেই কারণেই একাধিকবার পাকিস্তানের বিভিন্ন প্রদেশকে বন্যার কবলে পড়তে হচ্ছে বলে অভিযোগ নওয়াজ সরকারের।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে