আন্তর্জাতিক ডেস্ক : এবার নিজেদের পৃথক পতাকা তৈরি করতে চলেছে ভারতের দক্ষিণে রাজ্য কর্ণাটক, গঠিত হয়েছে প্যানেল। এদিকে, কর্ণাটকে হিন্দি ভাষা নিয়ে ক্রমাগত বেড়ে চলা বিরোধের আঁচ ছড়িয়ে পড়ছে।
তবে বিশেষজ্ঞদের মত অনুযায়ী, ভারতে জাতীয় পতাকা থাকা সত্ত্বেও কোনও রাজ্য তার নিজের পতাকা তৈরি করতেই পারে। তবে সেই পতাকার দ্বারা যেন দেশের জাতীয় পতাকার অসম্মান না হয়। রাজ্যের জন্য তৈরি হওয়া পৃথক পতাকা সর্বদা ভারতের জাতীয় পতাকার নিচে থাকা উচিত বলেও দাবি করেছেন অনেকে।
সেরাজ্যের মেট্রো স্টেশন সহ বিভিন্ন জায়গায় হিন্দি ভাষায় লেখা স্টেশনের নাম মুছে ফেলছেন একদল মানুষ। এরকম এক প্রেক্ষাপটে কর্ণাটক নতুন করে নিজেদের আলাদা পতাকা তৈরির বিষয়ে যেভাবে সচেষ্ট হচ্ছে, তা কি কোনও নয়া ইঙ্গিত দিচ্ছে? এ প্রশ্ন তুলছেন অনেকেই।
এমটিনিউজ/এসএস