মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭, ০৯:১৪:১৫

‘ভারত মাতা’ না বলায় মসজিদের ইমামকে চড়-থাপ্পর

‘ভারত মাতা’ না বলায় মসজিদের ইমামকে চড়-থাপ্পর

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মাতার জয় স্লোগান দিতে অস্বীকার করায় মসজিদের এক ইমামকে সপাটে চড়-থাপ্পর মারতে থাকেন কয়েকজন যুবক। এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার হিসার এলাকায়।

অনন্তনাগে অমরনাথ পুণ্যার্থীদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করা হয় হিসারে। দেশবিরোধীদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে কয়েকজন যুবক একটি মসজিদের সামনে এসে উপস্থিত হয়। সেখানে ভারত মাতা কি জয় বলে স্লোগান দিতে থাকেন তারা।

বাইরে হইচই শুনে মসজিদ থেকে বেরিয়ে আসেন সেখানকার ইমাম। তখনই ওই যুবকরা তাকে তাদের সঙ্গে “ভারত মাতা কি জয়” স্লোগান দেওয়ার জন্য বলেন। কিন্তু, ইমাম তা অস্বীকার করেন। তখনই তাকে হাত ধরে হ্যাঁচকা টান মেরে রাস্তায় নামিয়ে আসেন তারা। ঘিরে ধরে তর্কাতর্কি চলার সময় সপাটে চড় মারেন এক যুবক। এরপর সেখানে কুশপুতুল পোড়ানো হয় জঙ্গিদের।

বিষয়টি সংবেদনশীল বুঝতে পেরে এরই মধ্যে কয়েকজন দু’পক্ষকে আলাদা করে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। মসজিদের ভেতরে চলে যান ইমাম। জানা গেছে, এই বিক্ষোভ প্রদর্শনকারী যুবকরা বজরং দলের সমর্থক। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থানে দ্রুত হাজির হয় পুলিশ। বিক্ষোভকারীদের হঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে