বুধবার, ১৯ জুলাই, ২০১৭, ০৯:৫২:১০

ভারতের মাটিতে পাকিস্তানি গোয়েন্দারা

ভারতের মাটিতে পাকিস্তানি গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল পাকিস্তান! আফগানিস্তান থেকে ভারতের গোয়েন্দা সংস্থা নাকি চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরে নাশকতা চালাচ্ছে।

এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ আনল পাকিস্তানের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবায়ের হায়াত। যদিও এহেন বক্তব্যকে সামনে রেখে তেমন কোনও প্রামাণ্য তথ্য পাকিস্তান দিতে পারেনি।

এখানেই শেষ নয়, জেনারেল হায়াত আরও বলেন, ইসলামাবাদে নাকি অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ভারত। আর তাই কোনও অশান্তি-প্রলোভনে সাধারণ মানুষকে পা না দেওয়ার আবেদন করেছেন সেনাবাহিনীর এই কর্তা। জেনারেল হায়াত আরও বলেন, পাকিস্তানকে রক্ষার ক্ষেত্রে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছিলেন, আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা শাস্তির কোনো ঝুঁকি ছাড়াই পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে।

যদিও সেই সময়ে কোথাও ভারতের কথা তিনি বলেননি। এবার এক ধাপ এগিয়ে ভারতের দিকে আঙুল তুললেন হায়াত। কিন্তু কোনও প্রমাণ দেখাতে পারেনি। ভারতের মাটিতে  অশান্তি ছড়িয়ে দিচ্ছে পাকিস্তানি গোয়েন্দারা! এমন অনেক প্রমাণ রয়েছে যা একাধিকবার প্রকাশ্যে আনা হয়েছে।

শুধু তাই নয়, জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক পাক অস্ত্র থেকে ওষুধ। কিন্তু সেই বিষয়ে ব্যবস্থা না নিয়ে ভুয়ো বক্তব্য তুল ধরে বিশ্বের দরবারের পাত্তা পাওয়ার চেষ্টা পাকিস্তানের!-কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে