আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে আক্রমণ করতে তৈরি চীন। পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে হামলা চালাবে চিন। পাকিস্তানেই লুকানো রয়েছে চীনের তৈরি পরমাণু বোমা। বুধবার ভারতের লোকসভায় জিরো আওয়ারে এমন বিস্ফোরক মন্তব্যই করলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব।
তার মন্তব্যকে ঘিরে এদিন দিনভর সরগরম হয়ে রইল সংসদ। মুলায়ম বলেন, ‘আজ ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন। অথচ সেই চিনকে রুখতে কী করেছে ভারত? কাশ্মীরে অশান্তি সৃষ্টির পিছনে পাক সেনাকে পূর্ণাঙ্গ মদত দিচ্ছে চীনা সেনা। মনে রাখতে হবে, পাকিস্তান নয় চিন আমাদের শত্রু। পাকিস্তানের হিম্মত নেই ভারতে দাঁত ফোটানোর।’
বরাবরই চীনের বিরুদ্ধে কট্টর অবস্থান নিয়েছেন মুলায়ম। তার বক্তব্য, তিব্বত নিয়ে নরম অবস্থান পালটাতে হবে নয়াদিল্লিকে। প্রতিবেশী নেপাল, ভুটানের মতো দেশকে চীনা আগ্রাসনের হাত থেকে রক্ষা করার দায়িত্ব যে ভারতের, সে কথাও মনে করিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের এই নেতা।
এদিন লোকসভায় ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন মুলায়ম। মোদি সরকারের কাছে তার আবেদন, চীনকে সামলাতে কী পদক্ষেপ করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট সংসদে জমা দিতে।
এদিন তিনি বলেন, ‘ভারতে পূর্ণাঙ্গ হামলা চালাতে পুরোপুরি তৈরি চীন। আমি এই বিষয়ে বহুবার সতর্ক করেছি। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে চীন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানে, আমি একটাও মিথ্যা কথা বলছি না। চীন যে কত পরমাণু অস্ত্র লুকিয়ে রেখেছে পাকিস্তানে, সেটা জানতে চান।’
এমটিনিউজ/এসএস