আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর মর্টার হামলায় দুজন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া। আর এ ঘটনায় বেশ কয়েকজন সামরিক-বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।
তবে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী দাবি করেছে তাদের হামলায় ভারতীয় সীমান্ত বাহিনীর পোস্ট ধ্বংস ও পাঁচজন ভারতীয় সেনা নিহত হয়েছে। তবে তাদের এ দাবি অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয়রা জানায়, বুধবার আজাদ কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে এক কিশোরসহ দুজন নিহত এবং ১৩ জন আহত হন।
এ ছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, এতে এক সেনাও নিহত হন। এরপর পাকিস্তান বাহিনী পাল্টা আক্রমণ চালালে ৫ ভারতীয় সেনা নিহত হন এবং তাদের পোস্ট ধ্বংস হয়ে যায়। বিবৃতিতে ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাকিস্তান এভাবে পাল্টা আক্রমণ চালাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।-এনডিটিভি
এমটিনিউজ২৪/এম.জে