আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়ে গেল। ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন বিজেপির এনডিএ জোট প্রার্থী রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার বিকালে প্রকাশিত ভোটের ফলাফলের বিচারে বিরোধী জোটের প্রার্থী মীরা কুমারকে ৬৬ শতাংশ ভোটে পরাজিত করলেন তিনি।
জয়ের পর রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জানিয়েছেন অপর প্রার্থী মীরা কুমারও।
আগামী ২৪ জুলাই ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শেষ হচ্ছে প্রণব মুখার্জী। এরপর দিন ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন রামনাথ কোবিন্দ। এই প্রথম উত্তরপ্রদেশ থেকে রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনের দখল নিলেন কোনও ব্যক্তি।
এর আগে বিহারের গভর্নর ছিলেন কোবিন্দ। বিজেপির হয়ে লোকসভা নির্বাচিতও হন তিনি। রাজ্যসভায় সাংসদ ছিলেন কোবিন্দ। দীর্ঘদিন ধরে দলের নিবেদিত কর্মীও ছিলেন।
নির্বাচনের আগে থেকেই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের মীরা কুমারের থেকে এগিয়ে ছিলেন কোবিন্দ। এ দিন সকাল ১১টা থেকে ভোটগণনা শুরু হয়। আনুষ্ঠানিক ভাবে বিকেল ৫টায় এর ফলাফল ঘোষণা করা হয়।
ফলঘোষণার আগেই অবশ্য রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের জয় নিশ্চিত বলে মনে করছিলেন অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ। তবে মীরা কুমারের সঙ্গে তার ভোটের ব্যবধান কত হবে তা নিয়েই আগ্রহ ছিল বেশি। শেষমেশ দেখা গেল মীরা কুমার পেয়েছেন মোট ভোটের ৩৪ শতাংশ।
এমটিনিউজ/এসএস