আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে রাজপরিবারের বেশ কিছুদিন চলছে রাজনৈতিক নিরব সংঘাত। কিছু দিন আগে পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ 'গৃহবন্দি' করার জানা গিয়েছিল।
এবার একজন তরুণ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ব্যক্তিকে শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করছেন এমন ভিডিও প্রকাশ হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়ে গেলে সৌদি বাদশাহ সালমান তাকে গ্রেফতারের নির্দেশ দেন বলে জানা গেছে।
দেশটির একটি অনলাইন পত্রিকায় ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় আটক হওয়া যুবরাজর লম্বা কালো চুল রয়েছে এবং এ সময় তিনি কালো রঙের টি-শার্ট পরিহিত ছিলেন।
এমটিনিউজ/এসবি