আন্তর্জাতিক ডেস্ক: ফেইসবুকে সংবাদ পড়তে এবার ফি গুনতে হবে। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবিষ্যতে নিউজ সাবস্ক্রাইবের অপশন বা সুবিধা যোগ হচ্ছে।
পুরো প্রক্রিয়া কেমন হবে, তা নিয়ে এরই মধ্যে বেশ কয়েকটি সংবাদমাধ্যম ফেইসবুকের সঙ্গে আলোচনা শুরু করেছে। চলতি বছরের অক্টোবর থেকে প্রাথমিকভাবে সাবস্ক্রিপশন ফি প্রচলনের বিষয়ে চিন্তাভাবনা চলছে।
নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেইসবুকের ‘হেড অব নিউজ পার্টনারশিপ’-এর কর্মকর্তা ক্যাম্পবেল ব্রাউন বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই কয়েকটি সংবাদমাধ্যম সাবস্ক্রিপশন ফি আদায়ের দাবি জানিয়ে আসছিল। বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ মাধ্যম ব্যবহার করে একটি নির্দিষ্ট সংবাদপত্রের ১০টির বেশি নিউজ পড়তে চাইলে ব্যবহারকারীকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। ’
বর্তমানে মোবাইলে সরাসরি ওয়েবসাইটের চেয়ে ফেইসবুকের মাধ্যমে পোস্ট করা লিংকে ক্লিক করলেই সংবাদ দ্রুত লোড হয়। এ ছাড়া যেসব মাধ্যমে সাবস্ক্রিপশন ফি ছাড়া আর্টিক্যাল বা সংবাদ পড়া যায় না, সেগুলোও ফেইসবুকে বিনা মূল্যে পড়া যায়।-দ্য অস্ট্রেলিয়ান বিজনেস রিভিউ
এমটিনিউজ২৪/টিটি/পিএস