শনিবার, ২২ জুলাই, ২০১৭, ০৮:০০:১৫

পাকাপাকি ভাবে ভারতের বাসিন্দা হলেন শতাধিক পাকিস্তানি!

পাকাপাকি ভাবে ভারতের বাসিন্দা হলেন শতাধিক পাকিস্তানি!

আন্তর্জাতিক ডেস্ক : বৈচিত্রের দেশ ভারত। যুগ যুগ ধরে নানা ভাষা, নানা মত, নানা ধর্মের মানুষের বসবাস এখানে। শুধু যে ভিন্ন ভাষা বা ধর্মের মানুষকেই আপন করে নিয়েছে এই দেশ, এমনটা নয়। সময়ে অসময়ে ভিন্ন দেশের মানুষকেও আগলেছে ভারত।

তাদের আশ্রয় দিয়েছে নিজের অন্তরে। এবারও রাজনৈতিক প্রতিহিংসা, সীমান্তের উত্তেজনা, পারস্পারিক শত্রুতা সবকিছুর উর্ধ্বে গিয়ে চিরপ্রতিদ্বন্ধী রাষ্ট্রের ১১৪ জনকে পাকাপাকি জায়গা দিল ভারত সরকার।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি ১১৪ জন পাকিস্তানি বাসিন্দাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। সন্ত্রাসের হাত থেকে রক্ষা পেতে এরা ভারতে পা রেখেছিলেন দীর্ঘকাল আগে। বিভিন্ন টানাপোড়েনের পর অবশেষে এতদিনে তারা পুরোপুরি ভারতীয় হতে পারলেন।

তাদের মধ্যে একজন জানান, ''১৬ বছর আগে স্ত্রী, কন্যাকে নিয়ে ভারতে চলে এসেছিলাম। পাকিস্তানে বাড়ি, দোকান সব বিক্রি করে চলে আসি। এখানকার জীবনযাত্রা সত্যিই অতুলনীয়''। এছাড়াও পাকিস্তানের সিন্ধ প্রদেশের আর এক বাসিন্দাও ২০০৫ সালে ভারতে চলে এসেছিলেন। বর্তমানে গুজরাটকেই তিনি নিজের ঠিকানা বানিয়েছেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে