শনিবার, ২২ জুলাই, ২০১৭, ০৯:৩২:১৯

‘আমি বাঁচতে চাই কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না’

‘আমি বাঁচতে চাই কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না’

আন্তর্জাতিক ডেস্ক : ভাড়া বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। নাম সঞ্জীব বিশ্বাস (৩৫)। পেশায় বাসচালক। আত্মহত্যা করার আগে তিনি তার ভাইয়ের ফোনে একটি মেসেজ পাঠিয়েছিলেন।

মৃত্যুর জন্য ওই মেসেজে তিনজনকে দায়ি করেছেন। তারা হলেন সীমা ওরফে অলোকা, বিউটি ও রানা। গত বৃহস্পতিবার রাতে আত্মহত্যার ঘটনাটি ঘটে। গতকাল বিকালে তার দেহ উদ্ধার হয় এবং আজ ময়নাতদন্ত হয়।

সঞ্জীবের বাড়ি জলপাইগুড়ির বেরুবারি এলাকায়। বছর তিনেক ধরে কাজের জন্য হাসপাতাল পাড়ায় ভাড়া থাকতেন। জানা গেছে, ওই বাড়িতেই ভাড়া থাকতেন রানা ও বিউটি নামে দু’জন।

বাড়ির মালিকের নাম সীমা ওরফে অলোকা। সেখানে থাকার সময় রানার সঙ্গে সঞ্জীবের সুসম্পর্ক গড়ে ওঠে। বেশ কয়েকবার বেরুবাড়িতে এসেছিলেন রানা। তবে রানা, সীমা ও বিউটি তার আত্মহত্যার জন্য কেন দায়ি তা  জানা যায়নি।

সঞ্জীবের ছোট ভাই সঞ্জয় বলেন, “দাদা বৃহস্পতিবার রাতে আমাকে মেসেজ পাঠায়। সেখানে লেখা ছিল তাঁর মৃত্যুর জন্য দায়ি সীমা, বিউটি ও রানা। তারপর তারসঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু আর যোগাযোগ করা সম্ভব হয়নি।”

কী লেখা ছিল ওই মেসেজে ? ছোট ভাই সঞ্জয়কে পাঠানো মেসেজে সঞ্জীব লিখেছিলেন, “আমি বাঁচতে চাই। কিন্তু আমাকে বাঁচতে দিল না ময়নাগুড়ির সীমা, বিউটি আর রানা।”

যদিও সীমা ও বিউটি জানিয়েছেন তারা এই ঘটনার সঙ্গে জড়িত নন। কেন তাদের নাম লিখে মেসেজ করলেন সঞ্জীব তাও তাদের কাছে অজানা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে