আন্তর্জাতিক ডেস্ক:গরুর পরে এবার হিন্দু ধর্মালম্বীদের ঈশ্বরের আসনে বসতে চলেছে আর এক জীব ‘মাছ’। এবার মাছ নিয়ে ফোতয়া জারি করেছে ভারতের ‘সারা ভারত মৎস রক্ষা কমিটি’ নামের একটি সংগঠন।
‘মৎস-রক্ষক’-দের মতে, মাছ হল ভগবান বিষ্ণুর একটি অবতার। অর্থাৎ তাদের মতে মাছ খাওয়া আর ঈশ্বরকে খাওয়া সমান। এই সংগঠনেরই এরকম একটি পোস্ট দেশটির সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে।
কিন্তু গরুর মতো মাছ খাওয়াকে কেন্দ্র করে সারা ভারতে নরহত্যার মতো ঘটনা ঘটে কি না তাই এবার দেখার বিষয়।-এবেলা
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস