আন্তর্জাতিক ডেস্ক : আমি এই সংসদেরই সৃষ্টি। সংসদের সেন্ট্রাল হলে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে এমনই আবেগঘন মন্তব্য বিদায়ী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মুখে। সংসদের ঐতিহ্য রক্ষার আহ্বান জানানোর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা উঠে এলো রাষ্ট্রপতির বিদায়ী ভাষণে।
এদিন তার বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে সাংসদদের উদ্দেশে প্রণব বলেন, 'কোটি কোটি মানুষের আশা, অনুপ্রেরণা প্রতিফলিত হয়েছে ভারতের সংবিধানে। সমস্ত দিক খুঁটিয়ে দেখে আলোচনার মাধ্যমে আইনসভাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এটা করতে ব্যর্থ হলে তা হবে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা।'
নতুন দিল্লীর লোকসভায় ২০ মিনিটের ভাষণে পশ্চিমবঙ্গের কংগ্রেস সাংসদ হিসেবে সংসদে প্রবেশ থেকে রাষ্ট্রপতি পদ পর্যন্ত তার সফরের কথা তুলে ধরেন ভারতের বিদায়ী রাষ্ট্রপতি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে পরিবর্তন এনেছেন বলে মতপ্রকাশ করে GST প্রসঙ্গে প্রণব বলেন, 'GST লঞ্চের মাধ্যমে দেশের মজবুত যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও দেশের সংসদের প্রাপ্তবয়স্কতা প্রকাশ পেয়েছে।'
২৫ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে অবসর নিচ্ছেন ভারতের প্রথম বাঙালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। সেই দিনই তার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন নব নির্বাচিত রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
এদিন সাংসদদের স্বাক্ষর সম্বলিত একটি বই প্রণবের হাতে তুলে দেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। ৮২ বছর বয়সি দুঁদে রাজনীতিকের জাতীয় ও কূটনৈতিক পরামর্শ রাষ্ট্রপতি পদের সম্মানকে আরও প্রসারিত করেছে বলে এদিন মন্তব্য করেন ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।
গত কয়েকদিন ধরেই বিভিন্ন মন্ত্রী, রাজনৈতির নেতাদের সঙ্গে বৈঠক আলোচনায় ব্যস্ত শেডিউলের মধ্যে রয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সশস্ত্র বাহিনীর প্রধানদের দ্বারা আয়োজিত ফেয়ারওয়েল ডিনারে অংশ নিয়েছেন। সোমবার প্রণবও রাষ্ট্রপতিভবনে মন্ত্রীদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন।
এমটিনিউজ/এসএস