রবিবার, ২৩ জুলাই, ২০১৭, ০৯:৫৫:৪৪

সীমান্তে ভারতের সঙ্গে চীনের বাড়াবাড়ি... ঠাণ্ডা করতে যা হচ্ছে

সীমান্তে ভারতের সঙ্গে চীনের বাড়াবাড়ি... ঠাণ্ডা করতে যা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: MiG-35 কিনতে আগ্রহ দেখিয়েছে রাশিয়া। তাই ভারতকে এই ফাইটার জেট বিক্রি করতে চাইছে মস্কো। এমনটাই জানিয়েছেন, MiG সংস্থার সিইও ইলিয়া তারাসেনকো। চলতি বছরের জানুয়ারি থেকে এই ফাইটার জেট প্রোমোট করা হয় ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় বায়ুসেনার টেন্ডার পাওয়ার জন্য চেষ্টা করছে MiG. এটি রাশিয়ার সবথেকে আধুনিক এয়ারক্রাফট। এটি 4++ জেনারেশনের মাল্টিপারপাস ফাইটার জেট। গত প্রায় ৫০ বছর ধরে MiG বিমান ব্যবহার করছে ভারত।

আপাতত ভারতের সঙ্গে এই ফাইটার জেটের ব্যাপারে কথাবার্তা চলছে। দাম নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে। ভারতের চাহিদা ঠিক কি সেটা বুঝেই তবেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে। রাশিয়া শুধু ভারতকে ওই ফাইটার জেট বিক্রি করবে তাই নয়, ভারতকে এই ফাইটার জেট নিয়ে ট্রেনিংও দেবে। সেইসঙ্গে ৪০ বছর পর্যন্ত সার্ভিসিং-এর দায়িত্বও নেবে রাশিয়া। ভারতকে যে দামে বিক্রি করা হবে বলে ঠিক করা হয়েছে তা ২০-২৫ শতাংশ সস্তা বলে জানানো হয়েছে।

এটি প্রায় ফিফথ জেনারেশন এয়ারক্রাফটের মতই আধুনিক বলে জানিয়েছেন, ইলিয়া তারাসেনকো। এর ওয়েপন রেঞ্জ, ডিফেন্স সিস্টেম সবই অনেক আধুনিক প্রযুক্তিসম্পন্ন। এছাড়অ MiG-29-এর তুলনায় এতে থাকবে অনেক বেশি ক্ষমতাশালী ইঞ্জিন, আরও বেশি জ্বালানি, নতুন অস্ত্র, নাইট ভিশন গগলস।

এছাড়া, ভারতের পরমাণু কেন্দ্রের সঙ্গে তিনটি চুক্তি হতে চলেছে রাশিয়ার। চলতি মাসেই এই চুক্তি হবে বলে জানা গিয়েছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের কুড়ানকুলাম ৫ এবং ৬ নম্বর ইউনিটের সঙ্গে এই তিনটি চুক্তিতে স্বাক্ষর করবে রাশিয়া। চুক্তিগুলি হল, ‘long manufacturing cycle equipment and first priority equipment agreement’, ‘first priority designing’ ও ‘contract for working documentation’। কলকাতা২৪।
২৩ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে