সোমবার, ২৪ জুলাই, ২০১৭, ০৬:২৯:১৫

‘যদি হিন্দুরা কিছু করে দেয়, ভাববেন পয়সা দিয়ে বিজেপি করাচ্ছে’

‘যদি হিন্দুরা কিছু করে দেয়, ভাববেন পয়সা দিয়ে বিজেপি করাচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক : ‘যদি কোনও হিন্দু ফেসবুকে কিছু করে দেয়, ভাববেন পয়সা দিয়ে বিজেপি করাচ্ছে।’ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল।

সাম্প্রতিক পরিস্থিতিতে উস্কানিমূলক মন্তব্য বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার জন্য বারবার আবেদন করছে প্রশাসন। কিন্তু এবার রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভি‌যোগ উঠল মমতা ব্যানার্জীর তৃণমূল নেতার বিরুদ্ধেই। ফেসবুক পোস্ট নিয়ে মন্তব্য করে ফের বিতর্ক তৈরি করলেন পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি।

রোববার সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে সম্প্রীতি সন্মেলনের আয়োজন হয়। অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংখ্যালঘুরাও। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘যদি কোনও হিন্দু ফেসবুকে কিছু করে দেয়, ভাববেন পয়সা দিয়ে বিজেপি করাচ্ছে।’

তিনি বলেন, ‘আপনারা মৌলবি সাহেব, আপনারা ভদ্রলোক, আপনারা গুণী মানুষ। আপনারা সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসনকে জানাবেন, প্রশাসন ব্যবস্থা নিতে দেরি করলে আমাকে জানাবেন। আমার ব্লক সভাপতিকে বলবেন, আমার ওখানে যে মুসলিম ভাই তৃণমূল করেন তাকে বলবেন। আমি ব্যবস্থা নেব।’

তবে অনুব্রত মণ্ডলের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বীরভূম বিজেপি। বীরভুম বিজেপির দাবি, তৃণমুল ভয় পেয়েছে। তাই কথায় কথায় বিজেপিকে আক্রমণ করছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে