সোমবার, ২৪ জুলাই, ২০১৭, ০৮:০৮:২৫

সরকারি আমলাদের উল্টো করে ঝোলানোর হুমকি দিলেন মুখ্যমন্ত্রী!

সরকারি আমলাদের উল্টো করে ঝোলানোর হুমকি দিলেন মুখ্যমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কে জড়ালেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজস্ব সংক্রান্ত দুর্নীতি রুখতে তিনি ওই বিভাগের আমলাদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দিয়েছেন।

শনিবার ভোপালে রাজ্য বিজেপি এগ্জিকিউটিভ কমিটির বৈঠক ছিল। সেখানে রাজস্ব সংক্রান্ত বিষয়গুলির সময় মতো নিষ্পত্তি হচ্ছে না প্রশ্ন তোলেন এক বিজেপি নেতা। তিনি জানান, এমনটা ঠিক নয়। গোটা সিস্টেমটা ঠিক করা উচিত। এর পরেই সিস্টেম ঠিক করতে বিতর্কীত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ''ঠিক মতো কাজ না করলে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। এমনকী, চাকরিও কেড়ে নেওয়া হতে পারে।'' শিবরাজ জানান, এক মাস পর জেলা সফরে বেরোবেন। সেই সময়ে যদি দেখা যায়, রাজস্ব সংক্রান্ত বিষয়গুলির নিষ্পত্তি হয়নি, তা হলে দায়িত্বপ্রাপ্ত আমলাকে উল্টো করে ঝুলিয়ে রাখবেন।

এই হুমকির পর আমলাদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের দাবি, জেলা কালেক্টর অর্থাৎ জেলাশাসক শব্দটি উল্লেখ না করলেও শিবরাজ আসলে তাদের উদ্দেশেই এই কথা বলেছেন। বিরোধীরাও এই দাবি সমর্থন করেছে।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তুমুল সমালোচনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ''কৃষি এবং রাজস্ব বিভাগ দুর্নীতির আখড়া। বিজেপি সরকারের এই দুর্নীতির জন্য কৃষকেরা ভুগছেন। নিজের দায় এড়াতে, সমস্ত দায় এখন আমলাদের উপরে চাপাচ্ছেন তিনি।''

মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা অজয় সিং জানিয়েছেন, এতে মুখ্যমন্ত্রীর অযোগ্যতাই প্রমাণিত হয়েছে। তবে এত সমালোচনার মধ্যেও শিবরাজ বা তার সরকার এ নিয়ে আর কোনও মন্তব্য করেননি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে