মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭, ১২:৩২:৪০

'কাশ্মীর-চীন সীমান্ত ইস্যুতে কেউ ভারতকে সমর্থন করছে না'

'কাশ্মীর-চীন সীমান্ত ইস্যুতে কেউ ভারতকে সমর্থন করছে না'

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও চীন ইস্যুতে আর্ন্তজাতিক মহলের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে ভারত৷ এমনটাই মনে করেন শিবসেনা প্রধান উদ্ধভ ঠ্যাকরে৷ দলের মুখপাত্র ‘সামনায়’ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রীর ঘন ঘন বিদেশ সফরের সুফল নিয়েও প্রশ্ন তোলেন৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী এত ঘন ঘন বিদেশ সফরে যাচ্ছেন, বিশ্বের তাবড় তাবড় নেতাদের সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছেন৷ তাসত্ত্বেও কেউ খোলাখুলি এই ইস্যুতে(কাশ্মীর ও চীন সীমান্ত) ভারতকে সমর্থন করছেন না কেন?’’

কেন্দ্র এবং মহারাষ্ট্রে বিজেপি শাসিত এনডিএ সরকারের অন্যতম সহযোগী দল শিবসেনা৷ তাসত্ত্বেও নানা ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মাঝে মধ্যেই সরব হন উদ্ধভ ঠ্যাকরে৷ এদিন সামনায় নানা ইস্যু নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষেধাগার করেন তিনি৷ কাশ্মীরের অস্থিরতা ও ডোকলামে চীন সীমান্ত উত্তেজনার জন্য বিজেপিকেই পরোক্ষে দায়ী করেন উদ্ধভ ঠ্যাকরে৷ শিবসেনা প্রধান বলেন, ‘‘এমন কি হয়েছে যার ফলে কাশ্মীরে গুরুতর অস্থিরতা তৈরি হয়েছে? কেন চীন আমাদের শত্রু হয়ে উঠেছে? আমাদের তরফ থেকে কি কোন ঘাটতি থেকে গিয়েছে? প্রধানমন্ত্রী সারা বিশ্ব চষে ফেলেছেন, অনেক নতুন বন্ধুত্ব পাতিয়েছেন৷ তাহলে কেন তারা ভারতের সমর্থনে এগিয়ে আসছেন না’’৷

ঠ্যাকরে জানান, চিনের শক্তিকে কোনভাবেই অগ্রাহ্য করা উচিত নয়৷ ভারতকে চীনের প্রতিপক্ষ হয়ে উঠতে গেলে অনেক প্রচেষ্টা করতে হবে৷ তিনি বলেন,‘‘শাসক দল সবসময় যদি আভ্যন্তরীণ রাজনীতি ও ভোট নিয়ে ব্যস্ত থাকে তাহলে তা দেশের প্রতি চরম অন্যায় হবে৷ ভোটে কেউ যেকোন সময় জিততে পারবে৷ কিন্তু যুদ্ধ তো যুদ্ধই৷ আর বিপরীতে আছে চীন৷’’-কলকাতা২৪
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে