মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭, ১২:৩৮:৩০

পর্বত নাড়ানো সহজ কিন্তু চীনা সেনাকে নয়; ভারতকে কঠোর হুমকি চীনের

পর্বত নাড়ানো সহজ কিন্তু চীনা সেনাকে নয়; ভারতকে কঠোর হুমকি চীনের

আন্তর্জাতিক ডেস্ক: ‘পর্বত নাড়িয়ে দেয়া সহজ, কিন্তু পিপলস লিবারেশন আর্মিকে (চীনা সেনা) নাড়ানো কঠিন।’ ঠিক একথা বলেই ভারতকে কঠোর হুমকি দিল চীনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র উ কিয়ান।

সোমবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, নিজেদের ভুখণ্ড রক্ষা করতে চীনা বাহিনী সক্ষম কি না, সে বিষয়ে ভারত যেন কোনও ‘ভুল ধারণার’ মধ্যে না থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে ভারত যদি অবাস্তব বিভ্রান্তির মধ্যে থাকে, তা হলে চরম ফল পেতে হবে।

যে এলাকায় এখন ভারত এবং চীনের সেনা মুখোমুখি অবস্থানে রয়েছে, সেই ডোকলাম পুরোপুরি চীনের এলাকা বলে এ দিনও দাবি করছে বেইজিং।

ভারত সেখানে সেনা পাঠিয়ে মারাত্মক ভুল করেছে বলে বিবৃতিতে মন্তব্য করেছে চীনা প্রতিরক্ষা মন্ত্রনালয়।

মুখপাত্র আরও বলেছেন, ‘আমরা খুব কড়াভাবেই ভারতকে বলছি, বাস্তবসম্মত পদক্ষেপ নিতে, নিজেদের ভুল শুধরে নিতে, প্ররোচনা বন্ধ করতে এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে চীনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে।’

তিব্বতে ইতিমধ্যেই বড়সড় সামরিক মহড়া দিয়েছে চীনা বাহিনী। এজন্য তিব্বতে তারা বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এবং গোলাবারুদ নিয়ে এসেছে বলেও খবরে প্রকাশ।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে