মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭, ১১:৩৭:২২

নিজের স্বল্পবসনা ছবি পোস্ট করে বিপাকে মহিলা পুলিশ কর্মকর্তা

নিজের স্বল্পবসনা ছবি পোস্ট করে বিপাকে মহিলা পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল সাইটে বিকিনি পরিহিত ছবি দিয়ে বিপাকে পড়েছেন এক মহিলা পুলিশকতা। খুব দ্রুতই ভাইরাল হয়ে ওঠে তার এই ছবি। ইনস্টাগ্রামে হাজারেরও বেশি ফলোয়ার এই ব্রাজিলিয়ান হাইওয়ে পেট্রোল অফিসারের।

রিও ডি জেনেরিও শহরের এই অফিসার অচিরেই হয়ে উঠেছেন ইন্টারনেট সেনসেশন। তিরিশ বছরের এই পুলিশ অফিসারের নাম মারি। কিছুদিন আগেই ব্রাজিলিয়ান পুলিশের পোশাকে নিজের কাজের ছবি পোস্ট করেছিলেন মারি।

তবে, কাজের বাইরে কীভাবে সময় কাটান তিনি, সেই ছবি পোস্ট করেন সোশ্যাল সাইটে। আর এতেই শুরু হয় বিপত্তি। তারপরই তার কাছে আসতে থাকে একাধিক প্রেমের প্রস্তাব, এমনকী বিয়ের প্রস্তাবও।

বছরে ৬০,০০০ এর বেশি মানুষ খুন হন ব্রাজিলে। সেই দেশের একজন মহিলা পুলিশ অফিসার যে কতটা সাহসী হতে পারেন, এরই কিছুটা ঝলক দেখা গেল মারির প্রোফাইলে। তবে ছোটবেলা থেকে কিন্তু পুলিশ হতে চাননি তিনি। নিজের কমিউনিটিকে ক্রিমিনালদের হাত থেকে বাঁচানোই ছিল তার জীবনের একমাত্র মন্ত্র। আর সে কারণেই বড় হওয়ার পর পুলিশে যোগদান করেন তিনি।

কিন্তু এই দুঃসাহসিক চাকরি বেশ এনজয়ই করেন এই ব্রাজিলিয়ান সুন্দরী। অপরাধ জগতের সঙ্গে ওঠাবসা তার। তাই ইনস্টাগ্রামে যে তার হাজারের বেশি ফলোয়ার হতে পারে তা প্রায় অবিশ্বাস্য মারির কাছে। তবে কাজের বাইরে সমুদ্রে ঘুরতে পছন্দ করেন তিনি।

নিজেকে বিচ রেডি মনে করেন এই সুন্দরী পুলিশ অফিসার। সাহসিকতা আর সৌন্দর্যের এই মিশ্রণই পুরুষদের কাছে তাকে করে তুলেছে অনেক বেশি আকর্ষণীয়। আর তারই জেরে শতাধিক বিবাহ প্রস্তাবে জেরবার এই ব্রাজিলিয়ান সুন্দরী।

পুলিশের চাকরিতে দেড় লাখ প্রার্থীর মধ্যে প্রথম দশজনের একজন ছিলেন মারি। চাকরি পাওয়ার পর রিও ডি জেনেরিওর অন্যতম কুখ্যাত দাতরা হাইওয়েতে পোস্টিং দেওয়া হয় মারিকে। ট্রাক চুরি ও গ্যাং ক্রাইমের পীঠস্থান এই হাইওয়ে। সেইসব অপরাধীদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করাই তার কাজ।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে