বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ০৪:১৬:২২

বিমানে যান্ত্রিক ত্রুটি, অল্পের জন্য রক্ষা ১৮৪ জন যাত্রীর

বিমানে যান্ত্রিক ত্রুটি, অল্পের জন্য রক্ষা ১৮৪ জন যাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য রক্ষা। যান্ত্রিক ত্রুটির জেরে ল্যান্ডিংয়ের সময় বিমানে বিপত্তি। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর চেন্নাই বিমানবন্দরের। ১৮৪ জন যাত্রীকে নিয়ে দুবাই থেকে চেন্নাই আসে বিমানটি।

বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, যাত্রী ও ক্রু মেম্বাররা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তাদের নিরাপদে বিমানের ভিতর থেকে বের করে আনা হয়েছে।

বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি ল্যান্ড করা মাত্রই পাইলটের চোখে পড়ে একটি ইঞ্জিন থেকে 'কালো ধোঁয়া' বের হচ্ছে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের টেকনিক্যাল ক্রু-দের সতর্ক করা হয়। সুরক্ষা কর্মী ও কর্মকর্তারা বিমানটি ঘিরে ফেলেন। ধীরে ধীরে বিমান থেকে বের করে আনা হয় যাত্রীদের।

যান্ত্রিক ত্রুটি মেরামতির পর বিমানটি আবার দুবাইয়ের উদ্দেশে উড়ে যায় বলে চেন্নাই বিমানবন্দরের তরফে জানানো হয়েছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে