শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ১২:৪২:২৮

এক মেয়ের পাঁচ স্বামী?

এক মেয়ের পাঁচ স্বামী?

আন্তর্জাতিক ডেস্ক : দেশে মেয়ে কম পড়েছে ? বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না? চিন্তা কী? এক মেয়ের সঙ্গে অনেক ছেলের বিয়ে দিয়ে দিলেই হল! বা এক পরিবারের যত ভাই আছে, তাঁরা সবাই একজন মেয়েকে বিয়ে করলেই পারে! ব্যাস, প্রবলেম সলভড্! শুনতে অদ্ভুত লাগছে? হ্যাঁ, এমন বিধানই দিয়েছেন এক প্রফেসর। তাও আবার চীনের। চেচিয়াং ইউনিভার্সিটির অর্থশাস্ত্রের অধ্যাপক জুয়োসি দেশে মেয়ের ‘আকাল’ ঘোচাতে এভাবেই ‘দ্রৌপদী’ হওয়ার বিধান দিয়েছেন। তার এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু, নিজের যুক্তিতে অনড় প্রফেসর সাহেব। তার যুক্তি, চিনের বহু গ্রামে এখন এই ব্যবস্থা চলছে। আর তাতে বেশ খুশিই আছেন তারা। তাই সারা দেশে এখন এটা আইনসিদ্ধ করলেই হল। তিনি এও জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে চীনে অবিবাহিত পুরুষের সংখ্যা পৌঁছবে তিন থেকে চার কোটিতে। যাদের রোজগার ভালো, তারা বিয়ের জন্য পাত্রী পেয়ে যাবেন। কিন্তু, বাকিদের কী হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ওই অধ্যাপক। ৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে