আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাক সম্পর্কের সমস্যার মাঝেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য৷ ২০০১সালে ভারতীয় সংসদে জঙ্গি হামলার পর, পরমাণু হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানান পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ৷
তবে, ভারতের পাল্টা জবাবের ভয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করা থেকে পিছিয়ে আসা হয় বলেও জানান মোশারফ৷ মোশারফ এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে জানান যে, ২০০১ সালে ভারতের সংসদে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে চলা সমস্যাকে ভিত্তি করেই ভারতের বিরুদ্ধে এই পরমাণু হামলার ছক কষেছিল পাকিস্তান, কিন্তু ভারতের প্রত্যুত্তরও যে সাংঘাতিক হবে সে কথা ভেবেই এই হামলা থেকে বিরত হয় পাকিস্তান৷
২০০২ সালে পাক-ভারত সম্পর্ক এমনই জায়গায় পৌঁছে যায় যখন পারমাণবিক হামলার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যায়নি বলে জানান মোশারফ৷ তিনি আরও জানান, পাকিস্তান বা ভারত কারও কাছেই মিসাইলে পরমাণু হাতিয়ার না থাকায় এধরনের হামলার জন্য ১ থেকে ২ দিন সময় লাগার কথা৷ এই ধরনের মিসাইল হামলার জন্য প্রস্তুত করা হচ্ছিল কি না, এই প্রশ্নের উত্তরে মোশারফ জানান, পাকিস্তান এমন কিছু করেনি এবং তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেন কারণ ভারতও এই ধরনের কোনও পদক্ষেপ নেয়নি বলে৷
প্রসঙ্গত, ২০০১-২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্টের পদ সামলান আর্মি জেনারেল পারভেজ মোশারফ৷ ২০০৭ সালে প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে৷ তবে ২০১৬ সালে তিনি পাকিস্তান থেকে দুবাই যাওয়ার অনুমতি পান চিকিৎসার জন্য৷ সূত্র : কলকাতা ২৪×৭
এমটিনিউজ/এসএস